Patna | বাড়িতে ঢুকে ২ শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, পাটনার ঘটনায় স্তম্ভিত দেশ

Patna | বাড়িতে ঢুকে ২ শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, পাটনার ঘটনায় স্তম্ভিত দেশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর এক নিরাপত্তাকর্মীর দুই সন্তানকে তাদের বাড়িতেই পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সূত্রের খবর, এদিন দুষ্কৃতীরা পাটনার জানিপুর এলাকার ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং বাড়ির ভেতরে থাকা দুই শিশুর গায়ে আগুন ধরিয়ে দেয়। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই শিশুর। জানা গিয়েছে, ওই শিশুরা সেই সময় সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছিল। নিহত শিশুদের বাবা-মা, শোভা দেবী এবং লালন কুমার গুপ্ত, দুজনেই হাসপাতালে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করেন।

ঘটনার খবর পেয়ে জানিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। তবে এই জঘন্য অপরাধের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সাম্প্রতিক সময়ে বিহারে, বিশেষ করে পাটনায় খুন, ধর্ষণ এবং গণধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার গয়ায় একটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুই ব্যক্তি এক মহিলা হোমগার্ড প্রার্থীকে ধর্ষণ করে। এর আগে, পাটনার পারস হাসপাতালে পাঁচ সশস্ত্র ব্যক্তির গুলিতে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্র মারা যান। এছাড়াও সম্প্রতি, পাটনায় শিল্পপতি গোপাল খেমকাকে তাঁর বাসভবনের বাইরে গুলি করে হত্যা করা হয়। দুলহিন বাজারে বালি ব্যবসায়ী রামাকান্ত যাদবকে হত্যা করা হয়। পাটনায় নিহত হন মুদি ব্যবসায়ী বিক্রম ঝা। সেই আবহেই এবার ঘটে গেল এই পৈশাচিক শিশু হত্যার ঘটনা। এই ধরনের একের পর এক ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে, সে কথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *