Patiram | প্লাস্টিক মুক্তির পথে মহিলাদের নতুন বিপ্লব! ব্যতিক্রমী উদ্যোগে সাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা

Patiram | প্লাস্টিক মুক্তির পথে মহিলাদের নতুন বিপ্লব! ব্যতিক্রমী উদ্যোগে সাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা

শিক্ষা
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: প্লাস্টিকের দাপটে জর্জরিত পরিবেশ রক্ষায় এবার পতিরাম দেখাল পথ। প্লাস্টিক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পতিরামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তুলে নিয়েছেন পরিবেশবান্ধব ব্যাগ। যশোদা রাণি সংঘ বহুমুখি সমবায় সমিতির সদস্যারা ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে ভুট্টা থেকে তৈরি ব্যাগ নিয়ে ছুটে চলেছেন দোকানে দোকানে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন লায়লা আর্জু, মালা দাস, সুদীপ্তা চক্রবর্তী, সাহিদা বিবি, টুকু সরকার ও ফিরোজা বিবিরা।

এই ব্যাগগুলোর মূল্য ১৮০ টাকা প্রতি কেজি। এক কেজিতে ওয়ান-ফোর সাইজের দেড়শো, চোদ্দো-ষোলো সাইজের ৮০-৯০টি এবং তেরো-চোদ্দ সাইজের প্রায় একশোটি ব্যাগ থাকে। এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। পনেরোটি দোকান এই ব্যাগ কিনে নিয়েছে এবং ব্যবহার শুরু করেছে। ব্যবসায়ীরা যেমন চিরঞ্জিত ঘোষ, আশীষ সাহা, অঙ্কিতা সাহা, প্রকাশ সাহা, তরুণ সরকার সক্রিয়ভাবে এই পরিবেশবান্ধব ব্যাগে গ্রাহকদের পণ্য তুলে দিচ্ছেন।

এছাড়াও, পতিরাম পারপতিরাম ব্যবসায়ী সমিতির সম্পাদক সাগর কুমার সরকার এই উদ্যোগে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরও এই ব্যাগ ব্যবহারে উৎসাহিত করছেন। যার ফলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই তৈরি হয়েছে একটি পরিবেশ সচেতনতার বার্তা।

পতিরাম নাগরিক ও যুব সমাজের সদস্যা পরিবেশপ্রেমী অনন্যা চৌধুরি বলেন, ‘এটি এক অসাধারণ উদ্যোগ। আমরা দীর্ঘদিন ধরে পাতলা পলিথিনের বিরুদ্ধে কথা বলে এসেছি। এবার বাস্তব পরিবর্তনের সাক্ষী হতে পেরে আনন্দ হচ্ছে।’ স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী লায়লা আর্জু জানান, ‘আমরা খুব কম লাভে ব্যাগগুলো দিচ্ছি, কারণ মূল লক্ষ্য পরিবেশ রক্ষা। সবাই সহযোগিতা করলে পুরো এলাকাকে প্লাস্টিকমুক্ত করা সম্ভব হবে।’

প্রায় এক মাস আগে পঞ্চায়েতের এক সভায় মহিলারা এই উদ্যোগের জন্য উৎসাহ পেয়েছিলেন। পনেরো দিন আগে এক বিশেষ সভা করে তাঁরা পরিকল্পনা কার্যকর করেন। পতিরামের এই অনন্য প্রচেষ্টা গোটা জেলা তথা রাজ্যেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *