পতিরাম: সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে এক নববিবাহিত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায়। ধৃত যুবকের নাম বিট্টু দাস।
জানা গিয়েছে, বোল্লা বদলপুর এলাকার বাসিন্দা বিট্টু দাস একসময় মোবাইল স্টোরে সাধারণ কর্মচারী হিসাবে কাজ করতেন। তবে অল্প কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। বড় বাড়ি, জমি, দামি আসবাব সবকিছুই ছিল তার। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই সন্দেহ হয়েছিল, তবে তার এত দ্রুত উন্নতির আসল রহস্য জানা ছিল না কারও। অবশেষে সেই রহস্যের সমাধান করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিট্টু একটি বড়সড় সিম কার্ড জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত ছিল। এই চক্র প্রতারণার মাধ্যমে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করত এবং তা অপরাধমূলক কাজে ব্যবহৃত হত। বেশ কিছুদিন ধরেই পুলিশ এই চক্রের সন্ধান করছিল। অবশেষে তদন্তের পর জানা যায়, বিট্টু দাস এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত।
অপরদিকে, বৃহস্পতিবার ছিল বিট্টুর বিয়ে। শুক্রবার রাতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময়, পুলিশের ওঁত পেতে থাকা দল বাউল এলাকায় তাদের গাড়িটিকে আটক করে গ্রেপ্তার করে বিট্টুকে। বাড়ির লোকজন ও আত্মীয়স্বজনরা সেইসময় মেতে ছিলেন বিয়ের আনন্দে, বাড়িতে আতসবাজি ও ডিজে পার্টির প্রস্তুতি চলছিল। কিন্তু সব আনন্দ নিমেষেই মাটি হয়ে যায়। বাড়িতে ঢোকার আগেই বরকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
শনিবার বিট্টুকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো বলেন, ‘সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে বিট্টু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, আরও চক্রের হদিস পাওয়া যেতে পারে।’