বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: ভিনরাজ্যে শ্রমিক পাঠিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। বোল্লা চকপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে প্রতারিত শ্রমিকদের একাংশ অভিযুক্ত ঠিকাদার মিঠুন মহন্ত ও তাঁর বাবাকে ধরে পতিরাম থানায় নিয়ে আসেন। এরপর তাঁরা এবিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। তবে প্রতারিত শ্রমিকদের তরফে থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তকে আটক করেনি পুলিশ। এতে ক্ষোভে ফুঁসছেন প্রতারিত শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার শ্রমিক কল্যাণী প্রামাণিক, সম্পা প্রামাণিক, সবুজ প্রামাণিক, উজ্জ্বল সরকার সহ অনেকেই কয়েক মাস আগে এলাকার বাসিন্দা মিঠুন মহন্তের মাধ্যমে কাজের উদ্দেশ্যে ভিনরাজ্যে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফিরে আসার সময় তাঁদের পারিশ্রমিক না দিয়ে মিঠুন সমস্ত টাকা তাঁর কাছে রেখে দেন। প্রতারিত শ্রমিকদের বকেয়া টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ। অভিযোগ, মিঠুন ওই টাকা দেবেন বলে আর দেননি। এরপর থেকে মিঠুনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। ফোন নম্বর পরিবর্তন করে তিনি আত্মগোপন করেছিলেন বলে দাবি প্রতারিত শ্রমিকদের। অনেকদিন পর মিঠুন গ্রামে ফিরে এলে প্রতারিত শ্রমিকরা ওইদিন রাতে তাঁকে ও তাঁর বাবাকে ধরে থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
কল্যাণী প্রামাণিক বলেন, ‘আমাদের কেউ সত্তর হাজার, কেউ কুড়ি বা ত্রিশ হাজার টাকা পাই। অভিযুক্ত মিঠুন বাড়ি বিক্রি করে পালানোর পরিকল্পনায় ছিলেন। অনেক খুঁজেও তাঁকে পাইনি। তাই এবার তাঁকে পেয়ে আমরা তুলে নিয়ে থানায় এসেছি।’
তবে অভিযুক্ত মিঠুন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন, ‘আমিও প্রতারিত হয়েছি। আমার ওপর যে ব্যক্তি ছিল সে সব টাকা নিয়ে পালিয়েছে। এখন সবাই আমাকে দোষ দিচ্ছে। কিন্তু আমার কাছে কোনও টাকা নেই।’