Partha Chatterjee | গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তি কবে?

Partha Chatterjee | গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তি কবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রুপ সি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জানা গিয়েছে, ৯০ হাজার টাকা বন্ডে পার্থর জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। কারণ এখনও কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Courtroom) ঝুলে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। সোমবার তার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে।

পার্থর বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি। তবে এখনও ঝুলে রয়েছে প্রাথমিকের মামলা। প্রাথমিকের মামলায় জামিন পেলে তাঁর জেলমুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। উদ্ধার হয় প্রচুর টাকা। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারির পর পার্থকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকলেও এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তবে এবার তাঁর তিন বছরের কারাজীবনে ছেদ পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *