Parineeti Chopra | ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী’, রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য

Parineeti Chopra | ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী’, রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একে একে তিন! রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর দিলেন দম্পতি (Being pregnant information)।

ইনস্টাগ্রামে একটা ভ্যানিলা কেক। তাতে লেখা ‘১+১=৩। আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ পোস্টটি করেছেন পরিণীতি। পোস্টটি দেখে হবু বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সোনম কাপুর পরিণীতির পোস্টে মন্তব্য করে লেখেন, ‘অভিনন্দন ডার্লিং।’ ভূমি, হুমা কুরেশিও তাঁদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে, সদ্য কন্যাসন্তানের মা হওয়া কিয়ারা আডবানি পোস্টটি লাইক করেন। আরও অনেক সেলিব্রিটি ও অনুরাগী হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিশিষ্ট রাঘব চাড্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিনীতি।  রাজস্থানের উদয়পুরে বসেছিল তাঁদের বিয়ের আসর। সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বোমা ফাটান আপ সাংসদ রাঘব। খুব তাড়াতাড়ি সুখবর দেবেন বলেই দাবি করেন। তা শুনে তাজ্জব হয়ে যান পরিণীতি। তার মাসখানেকের মধ্যেই সুখবর দিলেন পরিণীতি। বর্তমানে বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *