Papa Buka | নির্মিত ভারত-পাপুয়া নিউগিনির যৌথ উদ্যোগে, অস্কারের দৌড়ে বঙ্গতনয়া ঋতাভরীর ছবি ‘পাপা বুকা’

Papa Buka | নির্মিত ভারত-পাপুয়া নিউগিনির যৌথ উদ্যোগে, অস্কারের দৌড়ে বঙ্গতনয়া ঋতাভরীর ছবি ‘পাপা বুকা’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোট্ট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির (Papua New Guinea) ইতিহাসে প্রথমবার। সে দেশের ছবি ‘পাপা বুকা’ (Papa Buka) এবার অস্কারের দৌড়ে (Oscar)। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এই সুখবরটি ঋতাভরী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ঋতাভরী লিখেছেন, ‘আমাদের ছবি পাপা বুকা পাপুয়া নিউগিনি থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছে। দুই দেশের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ককে ঘিরে নির্মিত এই ছবির পরিচালক বিজুকুমার দামোদরন। ভারত ও নিউগিনির আন্তরিক সংযোগের গল্পই ফুটে উঠেছে এই সিনেমায়।’ তিনি আরও লিখেছেন, ‘স্বাধীনতার ৫০তম বর্ষে দাঁড়িয়ে পাপুয়া নিউগিনি প্রথমবারের মতো অস্কারের জন্য পাঠাচ্ছে তাদের ছবি। পাপা বুকা-তে মুখ্য চরিত্রে রয়েছেন ৮৫ বছর বয়সি আদিবাসী নেতা সাইন বোবোরো, আমার সহ অভিনেতা প্রকাশ বেরে এবং আমি নিজে।’

বিজুকুমার দামোদরন পরিচালিত দ্বিভাষিক (হিন্দি ও ইংরেজি) এই ছবিতে এক ইতিহাসচর্চাকারীর চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত ও পাপুয়া নিউগিনির মধ্যে গড়ে ওঠা এক সম্পর্ককেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। বৃদ্ধ ‘পাপা বুকা’ দুই ভারতীয় ইতিহাসবিদের সঙ্গে মিলে উন্মোচন করেন এমন সব অধ্যায়, যা দুই দেশের অতীতকে এক সূত্রে গেঁথে দেয়। এই ছবির মাধ্যমে দুই দেশের বহু অজানা তথ্য তুলে ধরা হবে দর্শকদের সামনে। এই ছবিতে সুরের দায়িত্বে রয়েছেন তিনবার গ্র্যামি জয়ী রিকি কেজ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন ইয়েধু রাধাকৃষ্ণন এবং গল্পের সহলেখক ড্যানিয়েল জনেরধাগট। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘পাপা বুকা’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *