সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার পাশাপাশি সেলেবদের ভিড়ে জমজমাট মহাকুম্ভ (Maha Kumbh 2025)। এবার প্রয়াগরাজে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। সপরিবারে মহাকুম্ভে যোগ দিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন বলিউড অভিনেতা। শনিবারই স্ত্রী মৃদুলা এবং কন্যাকে নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন ‘কালীন ভাই’। সাতসকালে ফেরি করে ত্রিবেণী সঙ্গমে গিয়ে আস্থার ডুবও দিলেন পঙ্কজ ত্রিপাঠী। কেমন অনুভূতি?
পুণ্যস্নান সেরে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউড অভিনেতা জানান, “এখানে দারুণ আধ্যাত্মিক পরিবেশ। বেশ জাঁকজমক। সকালে আস্থার ডুব দিলাম। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে ঐশ্বরিক অনুভূতি হল। সবই ঈশ্বরের কৃপা। পরত্মামা যে আমাকে এই সুযোগ দিয়েছেন, তাতে আমি ধন্য। কল্পবৃক্ষ দেখতে চেয়েছিলাম। সেই ইচ্ছেও পূরণ হয়েছে।” পঙ্কজের পাশেই ছিলেন স্ত্রী মৃদুলা। তিনিও আস্থার ডুবে শামিল হয়েছেন। কোনওরকম তারকাসুলভ হাবভাবের লেশমাত্র নেই! একেবারে আমজনতার মতোই টোটোয় চড়ে ঘুরতে দেখা গেল পঙ্কজ ত্রিপাঠীকে। সেখানে বলিউড অভিনেতাকে দেখে কচিকাঁচারা ঘিরে ধরে ছবি তোলার জন্য। তাদের আবাদারও রাখলেন ‘কালীন ভাইয়া’।
জীবনে টাকাপয়সা, যশ-খ্যাতিই সব নয়! সরলতা, আত্মীয়তা বজায় রেখে মাটির কাছাকাছি বাস করেও যে সুখ-শান্তি পাওয়া যায়, সেটাই বারবার প্রমাণ করে দেন পঙ্কজ ত্রিপাঠী। তাই তো বিহারের গোপালগঞ্জের ভূমিপুত্রের বলিউডে নামডাক হলেও আজও পড়শিদের সঙ্গে বসে কখনও মাটির উনুনে লিট্টি-চোখা বানান, আবার কখনও বা গ্রামের বাড়ি গেলেই পড়শিদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দেন। এবার মহাকুম্ভেও ‘মির্জাপুর’-এর ‘কালীন ভাইয়া’কে দেখা গেল একেবারে সাদামাটাভাবে। টোটোয় চড়েই প্রয়াগরাজের আশ্রমে পৌঁছলেন পঙ্কজ।
#WATCH | Prayagraj: Actor Pankaj Tripathi says, “The vibes listed here are very religious. I’m feeling very completely happy as I received the chance to take a holy dip within the Triveni Sangam…” https://t.co/o1lN5WT596 pic.twitter.com/qld8RtqJN8
— ANI (@ANI) February 8, 2025
১৩ জানুয়ারি থেকেই জমজমাট মহাকুম্ভ (Mahakumbh 2025)। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করে চলেছেন একের পর এক বলিউড তারকা। মৌনী অমাবস্যার মর্মান্তিক পদপিষ্টের ঘটনা কিংবা একাধিকবার কুম্ভমেলা প্রাঙ্গণে ঘটা অগ্নিকাণ্ডও পুণ্যার্থীদের উচ্ছ্বাস দমাতে পারেনি। শশব্যস্ত শিডিউল ফেলে পুণ্যার্জনের জন্য প্রয়াগরাজে ছুটে এসেছেন সেলেবদের পাশাপাশি বিদেশিরাও। নিত্যদিনই তারকাদের আস্থার ডুব দেওয়ার ছবি-ভিডিও প্রকাশ্যে আসছে সেখান থেকে। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন পঙ্কজ ত্রিপাঠী।
#WATCH | Uttar Pradesh: Actor Pankaj Tripathi alongside together with his household on the Maha Kumbh Mela Kshetra in Prayagraj. pic.twitter.com/FIuITjYGMl
— ANI (@ANI) February 8, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন