ইসলামপুর: পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। বৃহস্পতিবার আব্দুল হুসেন ও নিহত সাজ্জাক আলমের পরিচিত হবিবুর রহমান নামে বিহারের কাটিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ। তদন্তে জানা গেছে, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি চালানোর ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই অস্ত্র ও একটি মোটরবাইক জোগারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ধৃত আব্দুল হুসেন ওরফে আওয়ালকে দিয়েছিল এই হবিবুর।
বর্তমানে পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে পুলিশ হেপাজতে থাকা আব্দুল হুসেন ও শেখ হজরতকে জেরা করে হবিবুরের কথা জানতে পারে পুলিশ। জানা গেছে, এর আগে একটি মাদক মামলায় রায়গঞ্জ জেলে থাকার সময় হবিবুরের সঙ্গে পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত আব্দুল হুসেন ওরফে আওয়াল ও সাজ্জাক আলমের সঙ্গে পরিচয় হয়। তারা দুজনেই পরিকল্পনা করে হবিবুরকে অস্ত্র ও মোটরবাইক সংগ্রহের দায়িত্ব দেয়। সেইমতো টাকা জোগাড় করে হবিবুর। তাঁকে গ্রেপ্তার করে ১৪ দিনের জন্য হেপাজতে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য সম্প্রতি ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে যাওয়ার পথে পাঞ্জিপাড়া এলাকা পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় খুনের মামলার আসামী সাজ্জাক আলম। পরে বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের। এই ঘটনায় সাজ্জাককে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় আব্দুল হুসেন ওরফে আওয়ালকে। পরে গ্রেপ্তার হয় শেখ হজরত। আর এদিন গ্রেপ্তার করা হল হবিবুর রহমানকে।