মাথাভাঙ্গা: শুক্রবার উত্তর-পূর্ব ভারতের প্রবাদপুরুষ মনীষী পঞ্চানন বর্মার (Panchanan Barma) ১৬০তম জন্মদিবস। এই বিশেষ দিনটিতে পঞ্চানন বর্মার জন্মভিটে খলিসামারি সহ মাথাভাঙ্গা (Mathabhanga) মহকুমা, কোচবিহার (Cooch Behar) জেলা, তথা রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন স্থানে জন্মজয়ন্তী পালনের প্রস্তুতি চলছে।
মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে। বাম আমলেই সরকারি উদ্যোগে মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে মনীষী পঞ্চানন বর্মার ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। বিভিন্ন স্থানে পঞ্চানন বর্মার মূর্তি রয়েছে। তাঁর নামাঙ্কিত সরকারি স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। শীতলকুচি ব্লকের খলিসামারিতে পঞ্চানন বর্মার জন্মভিটা সংলগ্ন জমিতে পঞ্চানন সংগ্রহশালা তৈরি হয়েছে সরকারি উদ্যোগে। বর্তমানে যেখানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পঠনপাঠন চলছে। তবে মনীষী পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য নানা কর্মকাণ্ড চললেও উপেক্ষিতই রয়ে গিয়েছে খলিসামারিতে অবস্থিত মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটে। এনিয়ে বারবার দাবি উঠেছে। প্রবাদপ্রতিম এই মানুষটির জন্মভিটে যাতে সংরক্ষণ করা হয় তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। কিন্তু সরকারি তরফে এখনও কোনও উদ্যোগ চোখে পড়েনি। তাই সাধারণ মানুষের দাবি, অবিলম্বে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটে সংস্কার করা হোক।