Panagarh accident | পানাগড়কাণ্ডে গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক

Panagarh accident | পানাগড়কাণ্ডে গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পানাগড়ে দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৬) গাড়ি চালক রাজদেও শর্মাকে মঙ্গলবার গ্রেপ্তার করল পুলিশ।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। চন্দননগরের বাসিন্দা ওই তরুণী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। প্রথমে অভিযোগ ওঠে, মধ্যরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় কয়েক জন মদ্যপ তরুণ গাড়ি নিয়ে তরুণীর গাড়ির পিছু নেয়। তাদের তাড়া খেয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সুতন্দ্রার গাড়ি। যদিও একটি ফুটেজে দেখা যায়, তরুণীর নীল গাড়িটি তরুণদের সাদা গাড়িটির পিছনে ছিল। তরুণীর গাড়ির গতিও অনেক বেশি ছিল। তরুণীর গাড়িকে ধাওয়া করার অভিযোগ শুরু থেকেই অসত্য বলে দাবি কর আসছে পুলিশ।

অন্যদিকে, মত্ত তরুণদের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার অভিযোগ প্রথমে করলেও পরে সুতন্দ্রা গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেন, তিনি সাদা গাড়িকে তাড়া করেছিলেন ‘ম্য়াডামের নির্দেশে’। এবং তাঁদের গাড়ি উলটে গিয়েছিল কারণ, সেই সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট রাজদেওকে গ্রেপ্তার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *