Pakistani Intruder, Making an attempt To Enter India, Shot Useless By BSF in Gujarat

Pakistani Intruder, Making an attempt To Enter India, Shot Useless By BSF in Gujarat

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে এক পাকিস্তানিকে গুলি করে মারল বিএসএফ। শনিবার বিএসএফের তরফে জানানো হয়েছে, ২৩ মে রাতে এক পাক অনুপ্রবেশকারী গুজরাটের বানাসকাঁথা জেলার কাছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত জওয়ানরা তাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ করতে উদ্যত হয় ওই ব্যক্তি। এরপরই তাকে গুলি করে প্রতিহত করা হয়।

গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। এরপরই গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। এরপর থেকেই দেশের সীমান্ত এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়। এরই মধ্যে ভারত-পাক সীমান্ত এলাকায় একাধিকবার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটে। প্রতিবারই বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের প্রতিহত করে। শুক্রবারও এক পাক অনুপ্রবেশকারীকে প্রতিহত করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

উল্লেখ্যে, গত মাসে এক পাক অনুপ্রবেশকারী গুজরাটেরই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের চেষ্টা করে। একাধিকবার নিষেধ করা হলেও ভারতে ঢোকার চেষ্টা করে সে। এরপরই গুলি করে তাকে প্রতিহত বিএসএফ। সে সময় জানা গিয়েছিল, অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় ভূখন্ডে ঢোকার চেষ্টা করেছিল অভিযুক্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *