উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এশিয়া কাপ বয়কটের হুমকিতে ইউ-টার্ন পাকিস্তানের। বুধবার সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র বিরুদ্ধে ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদিরা। পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর প্রধান মহসিন নকভি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারপরই ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়।
রবিবার ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর সূর্যকুমার যাদবরা আফ্রিদিদের সঙ্গে হাত মেলাননি। সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এনিয়ে বিতর্কের সূত্রপাত। পরে পিসিবি কাঠগড়ায় তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। পাক বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠিতে জানায়, পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। সেকারণে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছিল পিসিবি। চিঠিতে হুমকি দেওয়া হয়, তাঁকে অপসারণ করা না হলে পাক দল বাকি ম্যাচ বয়কট করবে। যদিও পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি। অর্থাৎ পাইক্রফটকে সরানো হচ্ছে না। আইসিসি ইতিমধ্যে তাদের সিদ্ধান্তের কথা পিসিবিকে জানিয়ে দিয়েছে।
এদিকে, ম্যাচ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান বুধবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে। পিসিবি প্রধান এবং শরিফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান। তবে সলমান আলি আগার নেতৃত্বে দলটি ম্যাচের প্রাক্কালে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক পিসিবির এক আধিকারিক বলেন, ‘এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা কার্যত নেই। কারণ বয়কট করলে যে আর্থিক ক্ষতি হবে, পাক বোর্ডের পক্ষে তা সামলানো সহজ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারের জন্য ইতিমধ্যেই বিশাল অর্থ ব্যয় করে বসে আছে। নতুন কোনও আর্থিক ঝুঁকি নেওয়া পিসিবির পক্ষে অসম্ভব।’
এদিকে, ভারত জোড়া জয়ের সুবাদে ইতিমধ্যে সুপার ৪-এ জায়গা করে নিয়েছে। পাকিস্তান বুধবার আমিরশাহিকে হারালে শেষ চারে জায়গা করে নেবে।