উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের আকাশসীমায় হামলা চালাতে ঢোকা পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধ্বংস করেছে ভারত। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ওই যুদ্ধ বিমানের পাইলটকেও। এদিন জয়সালমীরে যে এফ-১৬ বিমানটিকে নামানো হয়েছে সেই বিমানের চালককেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ভারতের বড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিন একই সঙ্গে জেএফ ১৭ বিমানও ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পরই গায়ে ফোস্কা পড়েছে পাকিস্তানের। পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে তারা। রাত হতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি থেকে শুরু করে রাজস্থানের জয়সালমীর, পঞ্জাব সহ একাধিক জায়গায় হামলার চেষ্টা করছে। হামাসের কায়দায় ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। তবে তা প্রতিহত করেছে ভারত।