সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত দল। অথচ সেই দলই মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজের সামনে। মাত্র ৯২ রানেই অলআউট পাকিস্তান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লজ্জার ২০২ রানে হেরে ৫০ বছরের গর্বের রেকর্ড নিজেরাই ভাঙল দল। মহম্মদ রিজওয়ানদের এহেন বিশ্রী পারফরম্যান্সে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। সেখানেই ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে একাই ১২০ রান করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ব্যাট হাতে নেমে ক্যারিবিয়ান বোলারদের সামনে রীতিমতো হিমশিম খেলেন রিজওয়ানরা। পাঁচ ব্যাটার- সাইম আয়ুব, আবদুল্লা শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি, আবরার আহমেদ ফেরেন শূন্য রানে। তারকা ব্যাটার বাবর আজমের ঝুলিতে মাত্র ৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান সলমন আঘা (৩০)। ৭.২ ওভারে ১৮ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন জেডেন সেলস। প্রথম ক্যারিবিয়ান হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্য়াচে হাফ ডজন উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
0 0 9 0 …
92 = that’s Pakistan’s code.
We want a CHANGE just like the T20I aspect. Sack Rizwan as Captain. How might we neglect what occurred in Champions Trophy?
Pakistan has misplaced an ODI sequence to West Indies after DECADES! pic.twitter.com/38AnKhrHHs
— Basit Subhani (@BasitSubhani) August 12, 2025
এহেন জঘন্য পারফরম্যান্সে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২০২ রানে পরাস্ত হয় তারা। ৫০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে এত বড় ব্যবধানে হারল পাক দল। দুই দল একদিনের ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৭৫ সালের ১১ জুন বার্মিংহামে। তারপর থেকে কখনওই এমন ব্যবধানে হারেনি পাকিস্তান। ২০১৫ সালে সর্বোচ্চ ১৫০ রানে মিসবা-উল-হকের পাক দলের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন জেসন হোল্ডাররা। পাশাপাশি ৩৪ বছরে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজেও হারলেন রিজওয়ানরা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হারে তারা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা। আর শেষ ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খায় পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবরদের এমন হতশ্রী খেলায় চূড়ান্ত হতাশ সমর্থকরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই এই হারকে জাতীয় লজ্জা বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তুলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন