Pakistan | সঙ্গী খুনের পর নিরাপত্তা বাড়ল হাফিজের

Pakistan | সঙ্গী খুনের পর নিরাপত্তা বাড়ল হাফিজের

শিক্ষা
Spread the love


ইসলামাবাদ: হাফিজ-শাগরেদ আবু কাতাল পাকিস্তানে (Pakistan) খুন হওয়ায় নিরাপত্তা বাড়ানো হল মুম্বই সন্ত্রাসের প্রধান চক্রী লস্কর প্রধান হাফিজ সঈদের। সন্ত্রাসে অভিযুক্ত হাফিজ পাক কারাগারে রয়েছে। সেখানে অষ্টক্ষণ প্রহরা। কিন্তু তা সত্ত্বেও হাফিজের বিশ্বস্ত শাগরেদ আবু কাতাল পাকিস্তানের মাটিতে আততায়ীদের গুলিতে নিহত হওয়ায় জেলে হাফিজের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, হাফিজও খুন হয়ে যেতে পারে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই হাফিজ সঈদের নিরাপত্তা খতিয়ে দেখছে। শনিবার আততায়ীদের গুলিতে নিহত হয় আবু কাতাল। তার ওপর ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানো হয়। ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে, শুধু হাফিজের নয়, হাফিজের ছেলে তালহা সঈদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *