Pakistan | ‘মোদি কি আর আমার কথা শুনবেন, যুদ্ধ হলে ইংল্যান্ডে চলে যাব’, অকপট পাক সাংসদ

Pakistan | ‘মোদি কি আর আমার কথা শুনবেন, যুদ্ধ হলে ইংল্যান্ডে চলে যাব’, অকপট পাক সাংসদ

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘যদি যুদ্ধ শুরু হয় তা হলে আমি ইংল্যান্ডে চলে যাব।’ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাংসদ তথা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রাক্তন নেতা শের আফজল খান মারওয়াত।সম্প্রতি পাকিস্তানের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় এমন মন্তব্য করেন আফজল। এই ঘটনার একটি ভিডিও(ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে নেটনাগরিকদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে,সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘যদি যুদ্ধ শুরু হয় এবং পরিস্থিতি খারাপ হয়, তা হলে কি পাকিস্তানি হিসাবে আপনি বন্দুক নিয়ে সীমান্তে যাবেন।’ এর উত্তরে আফজলকে বলতে শোনা যাচ্ছে, ‘না, যদি যুদ্ধ শুরু হয় তা হলে আমি ইংল্যান্ডে চলে যাব।’ এরপরেই তার দিকে ধেয়ে আসে আরেকটি প্রশ্ন, ‘আপনার কি মনে হয় না যে,  এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছিয়ে যাওয়া উচিত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়?’  এর উত্তরে তিনি বলেন, ‘মোদি কি আমার আত্মীয় যে আমার কথা শুনে পিছিয়ে যাবেন?’ আর এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা খানিকটা হাসির খোরাক হয়ে উঠেছে ভারতীয় নেটিজেনদের কাছে। তাঁদের অনেকেরই দাবি এর থেকেই স্পষ্ট পাকিস্তান কতটা ভয় পেয়ে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *