উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ওই হামলার পরই জবাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছিল ভারত (India)। এরপরই ঠিক একদিন পর গত ২৪ এপ্রিল পালটা পদক্ষেপ করে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ (Airspace) করার কথা জানিয়ে দেয় পাকিস্তান (Pakistan)। আর এই ফলেই এবার কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির (Monetary loss) মুখে পাকিস্তান। প্রথম দু’মাসেই ক্ষতি হয়েছে পাকিস্তানি মুদ্রায় প্রায় ৪.১০ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২৭ কোটি টাকা। পাকিস্তানের জাতীয় পরিষদে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ১২৭ কোটি টাকার ক্ষতি হয়েছে ইসলামাবাদের। তবে আর্থিক ক্ষতি সত্ত্বেও, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের সামগ্রিক রাজস্ব ২০১৯ সালে ৫,০৮,০০০ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৬০,০০০ ডলারে পৌঁছেছে বলে দাবি। যদিও মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আর্থিক ক্ষতি হলেও এর তুলনায় দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।
এর আগেও ২০১৯ সালে সীমান্তে উত্তেজনার কারণে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। যার ফলে ৫৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছিল দেশটি। পরবর্তীতে যদিও বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে এপ্রিলে পহেলগাঁও হামলার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধই রেখেছে পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, অগাস্টের শেষ সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে আকাশসীমা। একই পদক্ষেপ করে পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে ভারতও। নয়াদিল্লিও সাফ জানিয়েছে, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা চেয়ে কোনও মূল্যই খুব বেশি নয়।