উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক সেনার কনভয়ে ফের আত্মঘাতী বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ পাক সেনা। আহত হয়েছেন অন্তত ২৯ জন।
উত্তর ওয়াজিরিস্তানের এক স্থানীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনার কনভয়ে ধাক্কা দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ পাক সেনা জওয়ান। আহত হয়েছেন অন্তত ১০ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি বাড়ির ছাদ ধসে গিয়েছে। তাতে ছ’জন শিশুও আহত হয়েছে।
বিস্তারিত আসছে…