Pakistan | দাড়ি কাটার রেজার, শ্যাম্পুর আকাল! পাকিস্তান ছাড়ছে বিখ্যাত মার্কিন সংস্থা

Pakistan | দাড়ি কাটার রেজার, শ্যাম্পুর আকাল! পাকিস্তান ছাড়ছে বিখ্যাত মার্কিন সংস্থা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বহুজাতিক সংস্থাগুলির (MNC) একের পর এক প্রস্থান এবং চরম অর্থনৈতিক অব্যবস্থা কার্যত পঙ্গু করে দিয়েছে পাকিস্তানের অর্থনীতি। দু’বছর আগে বিনামূল্যে আটা বিতরণের সময় পদদলনের ঘটনার ভিডিও যেভাবে সে দেশের অর্থনৈতিক দৈন্যদশা তুলে ধরেছিল, সেই পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। এবার সেই তালিকায় নতুন সংযোজন, আমেরিকার ভোগ্যপণ্য প্রস্তুতকারক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (Procter & Gamble বা P&G)। যার ফলে জিলেট (Gillette) রেজার থেকে শুরু করে হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুর মতো দৈনন্দিন সামগ্রীর অভাবের আশঙ্কায় রীতিমতো উদ্বেগে পড়েছেন কোটি কোটি পাকিস্তানি নাগরিক।

সম্প্রতি ওই সংস্থা ঘোষণা করেছে যে, তারা তাদের রেজার বিভাগ জিলেট পাকিস্তান (Gillette Pakistan) সহ সেদেশে সমস্ত উৎপাদন এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেবে। ১৯৯১ সালে পাকিস্তানে প্রবেশ করার পর দ্রুতই সংস্থাটি সে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য সংস্থাগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। প্যান্টিন, টাইড, এরিয়েল, ওরাল-বি এবং ওল্ড স্পাইসের মতো ব্র্যান্ডগুলি হয়ে ওঠে প্রতিটি ঘরে সুপরিচিত।

কিন্তু বহুজাতিক এই সংস্থাটির হঠাৎ প্রস্থান দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। জিলেট পাকিস্তানের কার্যনির্বাহী সাদ আমানুল্লাহ খানের মতে, উচ্চ বিদ্যুতের খরচ, দুর্বল পরিকাঠামো এবং চরম অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণেই এই সংস্থাগুলি পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে। গত দুই বছরে শেল (Shell), ফাইজার (Pfizer), টোটাল এনার্জিস (Whole Energies), মাইক্রোসফ্ট (Microsoft) এবং টেলিনর (Telenor)-এর মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলিও পাকিস্তান থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বা কমিয়ে দিয়েছে। এবার প্রক্টর অ্যান্ড গ্যাম্বল-এর এই সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের মধ্যে তীব্র হতাশা দেখা দিয়েছে। সমাজমাধ্যমে তাঁদের সেই হতাশার কথাও তাঁরা তুলে ধরেছেন। তাদের আশঙ্কা, এবার হয়তো বাজার নিম্নমানের এবং সস্তার বিকল্প পণ্যে ছেয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *