Pakistan | ওয়াজিরিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে ভারত! পাক অভিযোগ ‘প্রত্যাখ্যান’ করে বিবৃতি বিদেশমন্ত্রকের

Pakistan | ওয়াজিরিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে ভারত! পাক অভিযোগ ‘প্রত্যাখ্যান’ করে বিবৃতি বিদেশমন্ত্রকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) উত্তর ওয়াজিরিস্তানে (North Waziristan) আত্মঘাতী বোমা বিস্ফোরণের (Suicide bombing) নেপথ্যে ভারত (India) রয়েছে বলে দাবি করেছিল ইসলামাবাদ। এনিয়ে বিবৃতিও জারি করা হয়েছিল। এবার তারই জবাবে পালটা বিবৃতি জারি করে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করল ভারতের বিদেশমন্ত্রক (MEA)।

শনিবার রাতেই পাকিস্তানের এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের সেনাবাহিনীর একটি সরকারি বিবৃতি আমাদের নজরে এসেছে। আমরা এই বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

প্রসঙ্গত, ২৮ জুন অর্থাৎ শনিবারই পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাক সেনার কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এতে মৃত্যু হয় ১৩ পাক সেনা জওয়ানের। আহত হয়েছেন কমপক্ষে ১০ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক। উত্তর ওয়াজিরিস্তানের এক স্থানীয় সরকারি আধিকারিক জানিয়েছিলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনার কনভয়ে ধাক্কা দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি বাড়ির ছাদ ধসে গিয়েছে। তাতে ছ’জন শিশুও আহত হয়েছে। সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট। যা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) সঙ্গে যুক্ত একটি দল। সম্প্রতি পাকিস্তানজুড়ে বিশেষত খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে জঙ্গি সক্রিয়তা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। আর উত্তর ওয়াজিরিস্তানে এই ঘটনাটি বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে বর্ণনা করা হচ্ছে। যা ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *