Pak returns BSF jawan | ২১ দিন পর মুক্তি, ভারতের চাপে বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরাল পাকিস্তান

Pak returns BSF jawan | ২১ দিন পর মুক্তি, ভারতের চাপে বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরাল পাকিস্তান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতের চাপে শেষ পর্যন্ত ২১ দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান। বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত তিনি।

গত ২৩ এপ্রিল পূর্ণম পঞ্জাবের ফিরোজপুরের কাছে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পূর্ণম। তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এরপর থেকে পূর্ণমকে ভারতে ফেরানো নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলছিল। অবশেষে বুধবার সকালে হুগলির রিষড়ার বাসিন্দা ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। অমৃতসরের আটারিতে জয়েন্ট চেকপোস্ট দিয়ে এদিন ভারতে প্রবেশ করেন পূর্ণম।

বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এদিন সকাল সাড়ে ১০টায় আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউকে পাকিস্তান ফিরিয়ে দিয়েছে। তিনি ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে প্রবেশ করলে পাক রেঞ্জার্স তাকে আটক করে।’ নিরাপত্তা কর্মকর্তারা ওই জওয়ানের সঙ্গে কথা বলছেন। তাঁর শারীরিক পরীক্ষা হবে। এদিকে, পূর্ণমের দেশে ফেরার খবরে হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ সহ পরিবারের বাকি সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *