Pak Excessive Fee | ২৪ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়ুন, পাক হাইকমিশনের এক আধিকারিককে নির্দেশ নয়াদিল্লির  

Pak Excessive Fee | ২৪ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়ুন, পাক হাইকমিশনের এক আধিকারিককে নির্দেশ নয়াদিল্লির  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের পাক হাইকমিশনে নিযুক্ত এক আধিকারিককে বহিষ্কার করল ভারত। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। গত আট দিনে এই নিয়ে হাইকমিশনের ২ আধিকারিককে বহিষ্কার করল নয়াদিল্লি।

জানা গিয়েছে, পাক হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি আধিকারিককে তাঁর সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করল ভারত। পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে এ বিষয়ে ডিমার্শ জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা আছে, ভারতে কোনও পাকিস্তানি কূটনীতিক বা আধিকারিক কোনওভাবেই তাঁদের বিশেষ সুবিধা ও মর্যাদার অপব্যবহার করতে পারবেন না। এই কারণে গত আট দিনের মাথায় পাক হাইকমিশনের দুই আধিকারিককে বহিষ্কার করা হল। সম্প্রতি পাঞ্জাব পুলিশের হাতে ধৃত এক মহিলা সহ দুজনের সঙ্গে এই পাক আধিকারিকের সংযোগ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তদন্তকারীরা।

উল্লেখ্য, গত ১৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারত। ফের অপর এক পাক হাইকমিশনের  আধিকারিককে ভারত থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার নোটিশ ধরাল বিদেশমন্ত্রক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *