Pak defence minister | যে কোনও মুহূর্তে হামলা চালাবে ভারত! পরমাণু যুদ্ধের উসকানি দিয়ে বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Pak defence minister | যে কোনও মুহূর্তে হামলা চালাবে ভারত! পরমাণু যুদ্ধের উসকানি দিয়ে বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনও মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে ভারত, এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির জন্য পরমাণু যুদ্ধের ঝুঁকি নিচ্ছেন বলেও তোপ দেগেছেন তিনি।

পহলগামে জঙ্গি হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ তুলেছে ভারত। সেই অভিযোগ অবশ্য শাহবাজ শরিফের সরকার অস্বীকার করেছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তান যে অর্থ সাহায্য করেছে, তা মেনে নিয়েছেন খোয়াজা আসিফ।

ভারত সিন্ধু জলচুক্তি বাতিলের পর থেকেই পাক প্রতিরক্ষামন্ত্রী একের পর উসকানিমূলক মন্তব্য করেছেন। সোমবার তিনি ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনও স্থানে হামলা চালাতে পারে ভারত। তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’

একই সঙ্গে তিনি মোদির বিরুদ্ধে ‘রাজনৈতিক ফায়দার জন্য এই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার’ অভিযোগ করেছেন। পাশাপাশি নয়াদিল্লির বিরুদ্ধে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলেছেন খোয়াজা আসিফ। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও যে কোনওরকম হামলার পালটা জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন সোমবার।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘ভারত জঙ্গি এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রত্যাঘাতের জন্য তিনি সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পাশাপাশি গত কয়েকদিনে তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব, নিরাপত্তা উপদেষ্টা সহ উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। রণকৌশল নির্ধারণেই এই বৈঠক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ক্রমশ জটিল হতে থাকা পরিস্থিতি শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *