উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহলগাম কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে ধৃত দুই। রবিবার এনআইএ জানিয়েছে, ধৃতদের নাম পারভেজ আহমেদ জোঠার এবং বশির আহমেদ জোঠার। পারভেজ পহলগামের বাটকোটের বাসিন্দা। বশিরের বাড়ি হিল পার্কে। অভিযোগ, ওই দুজন জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তার পরই ২২ এপ্রিল রক্তাক্ত হয় বৈসরন উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন। ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা।
ধৃতরা জেরায় স্বীকার করেছে, পহলগামে হামলায় জড়িত জঙ্গিদের খাওয়া-দাওয়া, যাতায়াত এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিল তারা। জিজ্ঞাসাবাদে ওই দুজন এটাও জানিয়েছে, তিন জঙ্গিকে তারা আশ্রয় দিয়েছিল। জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য এবং পাকিস্তানি নাগরিক। হিল পার্কে একটি ছোট বসতিতে ঘাঁটি গেড়েছিল ওই তিন লস্কর জঙ্গি।
এনআইএ-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পহলগাম কাণ্ডের তদন্তে বড় সাফল্যে মিলেছে। ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা। ১৬ জন গুরুতর আহত হয়েছিলেন। পহলগামে এমন ভয়াবহ হামলা চালানো জঙ্গিদের আশ্রয়দাতা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, পহলগাম কাণ্ডে ২৬ জনের মৃত্যুর পর ভারতের তরফে অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত হানা হয়। পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ও পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি। পরে পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গ্রামগুলিতে হামলা চালায়।