Pahalgam Assault | পহেলগাঁও আবহে ওমর আব্দুল্লাহর বাস ভবনে রাহুল, দেখা করলেন আহতদের সঙ্গেও

Pahalgam Assault | পহেলগাঁও আবহে ওমর আব্দুল্লাহর বাস ভবনে রাহুল, দেখা করলেন আহতদের সঙ্গেও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে পহেলগাঁও (Pahalgam Assault) পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (MP Rahul Gandhi)। দেখা করলেন জঙ্গি হামলায় আহতদের সঙ্গে। তাঁরা প্রত্যেকেই চিকিৎসাধীন শ্রীনগরের ক্যান্ট হাসপাতালে।

এদিন পহেলগাঁও পৌঁছে সেনা হাসপাতালে (Hospital) গিয়ে আহত পর্যটকদের সঙ্গে দেখা করেন রাহুল। তিনি তাঁদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও গুরুতর। তবে চিকিৎসকরা তাঁদের সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আহতদের সঙ্গে দেখা করার পর রাহুল বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে।’

সেনা হাসপাতাল থেকে বেরোনোর পর রাহুল সোজা চলে যান ওমর আব্দুল্লাহর (CM Omar Abdullah) বাড়িতে। সেখানে দীর্ঘক্ষণ তাঁরা বৈঠক করেন। বৈঠক শেষে রাহুল বলেন, ‘পহেলগাঁওয়ের মতো সংবেদনশীল এলাকায় নিরাপত্তার কোনও ত্রুটি গ্রহণযোগ্য নয়। কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করে এই ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ অন্যদিকে, ওমরের বক্তব্য, ‘এই হামলা শুধু নিরাপত্তার ব্যর্থতাই নয়, আমাদের পর্যটন শিল্পের জন্যও একটি বড় ধাক্কা। আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে জরুরি পদক্ষেপ নিচ্ছি।’

 

 

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *