উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডের প্রতি সম্মান জানাতে তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার, ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে এই দুজনের নামে দুটি স্ট্যান্ডের নামকরণ করতে চলেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের ফাঁকেই এই সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী ২৩শে জুলাই থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের প্রথম দিনেই এই নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।
প্রসঙ্গত, ফারুখ ইঞ্জিনিয়ার ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন, ৫৯৪২ রান সংগ্রহ করেছেন, ৪২৯টি ক্যাচ নিয়েছেন এবং ৩৫টি স্টাম্পিং করেছেন। মুম্বইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার ল্যাঙ্কাশায়ারকে ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার জিলিট কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর অভিষেকের আগে ক্লাবটি ১৫ বছরেরও বেশি সময় ধরে কোনও বড় শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ২ বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ল্যাঙ্কাশায়ারে যোগ দিয়েছিলেন। ক্লাবের ইতিহাসে তাঁদের উভয়েরই অবদান অবিস্মরণীয়।