উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল তামিলনাডু (Tamil Nadu)। তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে (TVK) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় (Vijay’s rally) ভিড়ের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে।
২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রাজ্যজুড়ে রাজনৈতিক সমাবেশ করছেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। সেই মতো এদিন কারুরে আয়োজিত হয়েছিল সভা। সেখানে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল। এরপরই ঘটে ওই দুর্ঘটনা।
ওই ঘটনায় রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় অমিত শা কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
শনিবার তামিলাগা ভেটরি কাজ়াগম (TVK) প্রধান বিজয়ের নেতৃত্বে একটি বিশাল রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই এমন বিপত্তি হয়। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়কে কাছ থেকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। ওই সমাবেশে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ১০ জন শিশু এবং ১৭ জন মহিলা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার বিষয়ে তামিলনাড়ু সরকারের কাছ থেকে যে রিপোর্ট তলব করেছে তাতে পদদলিত হওয়ার পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলেছে।
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তাঁর মন্ত্রী সভার দুই মন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
