শিলিগুড়ি: পুলিশি অভিযানে বড়সড়ো সাফল্য! প্রায় কোটি টাকার আফিম (Opium Seized) সহ ফুলবাড়ির (Fulbari) মহানন্দা ব্রিজ সংলগ্ন গঠমাবাড়ি এলাকায় ৪ জনকে গ্রেপ্তার (Arrest) করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা হল, বখতিয়ার আলি, আবু বক্কর, নাসির আলি এবং ওয়াহিদ আলি। ধৃতরা সকলেই অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, অসম (Assam) থেকে বিহারে (Bihar) পাচার হওয়ার আগে বিপুল পরিমাণ আফিম বাজেয়াপ্ত হয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ৪ জনকে ৫ কেজিরও বেশি আফিম সহ গ্রেপ্তার করা হয়। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
এদিন সকালে অসম থেকে একটি লাল রংয়ের ছোট গাড়িতে আফিম পাচার হওয়ার খবর আসে পুলিশের কাছে। সেইমতো জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি অভিমুখে আসার বিভিন্ন এলাকায় ফাঁদ পাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সন্ধ্যা নাগাদ পুলিশ মহানন্দা ব্রিজের কাছে সন্দেহজনক সেই গাড়িটিকে দেখতে পায়। সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ আফিম বাজেয়াপ্ত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, প্রায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে এই আফিম পাঁচারের ছক কষেছিল তারা। যার বিক্রয়মূল্য কোটি টাকার কাছাকাছি। ধৃতদের উদ্দেশ্য ছিল মহানন্দা ব্রিজ পার করে ঘোষপুকুরের দিকে চলে যাওয়া। এরপর বিহারে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। বাজেয়াপ্ত হওয়া আফিমের বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনায় চিন্তার ভাঁজ বেড়েছে পুলিশের কপালেও। তবে কি এই এলাকাকে আফিম পাচারের করিডর হিসেবে বেছে নিয়েছে কারবারিরা? এনজেপি থানার এক পুলিশকর্তার কথায়, এখনই সেরকম কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার খোলসা করা সম্ভব। খবর পেয়ে এনজেপি থানার আইসি সোনম লামা সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই বিভিন্ন সূত্রকে কাজে লাগাতে শুরু করেছে পুলিশ।