Operation Sindoor | প্রত্যাঘাতের প্রতিক্রিয়ায় বিশ্বনেতারা

Operation Sindoor | প্রত্যাঘাতের প্রতিক্রিয়ায় বিশ্বনেতারা

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Assault) ১৫ দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে লস্কর সহ বহু জঙ্গি সংগঠনের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: কিছু একটা ঘটতে চলেছে মানুষ তা বুঝতে পেরেছিল। ওরা অনেক দিন ধরে লড়াই করে আসছে। এটা লজ্জাজনক। আমি চাই, দু’দেশের সংঘাত তাড়াতাড়ি থামুক।

মার্কিন বিদেশসচিব মার্ক রুবিও: ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। পরমাণুশক্তিধর দুই দেশ শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোক, ওয়াশিংটন সেই চেষ্টা অব্যাহত রাখবে।

চিনা বিদেশ মুখপাত্র লিন জিয়ান: আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত-পাক উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা নিতে চাইছি। আমরা চাই, পরমাণু শক্তিধর দুই দেশ পরস্পরের প্রতি সংযম দেখাক।

রুশ বিদেশমন্ত্রক: সামরিক সংঘাতে মস্কো উদ্বিগ্ন। আরও অবনতি রোধে দু’পক্ষ সংযম দেখান, এটা আমাদের আর্জি। রাশিয়া চায়, শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে উত্তেজনা বন্ধ হোক।

ব্রিটিশ বাণিজ্যসচিব জোনাথন রেনল্ডস: দু’টি দেশই আমাদের বন্ধু। আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা, আলোচনা ও উত্তেজনা প্রশমনে আমরা পাশে আছি। থাকব।

নয়াদিল্লিস্থ ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন অজর: ভারতের আত্মরক্ষাকে সমর্থন করছি। নিরপরাধদের হত্যা করে জঙ্গিরা যে জঘন্য অপরাধ করেছে, তাদের আর লুকোনোর জায়গা নেই।

রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র: সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ অল নাহিন: সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং শান্তি, স্থিতিশীলতার জন্য কূটনীতি, আলোচনা সবচেয়ে কার্যকরী উপায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *