Operation Sindoor | এবার পাঠ্যবইতেও ঠাঁই পাবে অপারেশন সিঁদুর? থাকছে শুভাংশুর মহাকাশ যাত্রা!

Operation Sindoor | এবার পাঠ্যবইতেও ঠাঁই পাবে অপারেশন সিঁদুর? থাকছে শুভাংশুর মহাকাশ যাত্রা!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)-এর পাঠ্যক্রমে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’। সম্প্রতি শিক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) সাম্প্রতিক আইএসএস (ISS) মিশনও এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে খবর রয়েছে।

সূত্রের খবর, বর্তমানে দুটি মডিউল তৈরি করা হচ্ছে। প্রথম মডিউলটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং দ্বিতীয়টি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রতিটি মডিউল প্রায় আট থেকে দশ পৃষ্ঠা দীর্ঘ হবে। এই মডিউলগুলিতে ভারতের সামরিক অভিযানের মূল মাইলফলকগুলি তুলে ধরা হবে। বিশেষ করে, কীভাবে পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালিত হয়েছিল, তার উপর জোর দেওয়া হবে।

এই প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “এর উদ্দেশ্য হল তরুণ মনকে ভারতের সামরিক শক্তি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া দৃঢ় পদক্ষেপ এবং জাতীয় নিরাপত্তায় প্রতিরক্ষা, কূটনীতি ও বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয়ের ভূমিকা সম্পর্কে শিক্ষিত করা।” যদিও এই পাঠ্যসূচিতে অভিযানের নির্দিষ্ট অপারেশনাল বিবরণ গোপন থাকবে বলেই জানা গিয়েছে।

এর পাশাপাশি এই মডিউলগুলিতে ভারতের মহাকাশ অভিযানের বিস্তারিত বিবরণও তুলে ধরা হবে, যেখানে চন্দ্রযান, আদিত্য এল১ এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার অ্যাক্সিওম মিশন ৪-এর আইএসএস(ISS) -এ পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ অভিযানগুলির বিশদ বিবরণ থাকবে।

সামরিক সাফল্যের পাশাপাশি, মডিউলগুলিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের (Ministry of Atmosphere, Forest and Local weather Change) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘মিশন লাইফ’ (Mission LiFE) সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই মিশনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *