উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার পর ভারতের তরফে পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ব্যপক ক্ষতি হয়েছিল পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি (Nur Khan Air Pressure Base)। এবার ওই নুর খান ঘাঁটিটি পুননির্মাণ করে তোলার কাজ শুরু করল পাকিস্তান। সম্প্রতি ম্যাক্সারের উপগ্রহ চিত্রের মাধ্যমে এমনটাই দেখা গিয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই রয়েছে ওই বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের কাছে এই ঘাঁটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। ১০ মে ঘাঁটির নির্দিষ্ট জায়গায় রাখা দু’টি ট্রাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারতীয় বাহিনী।
এতে দু’টি ট্রাক এবং ওই অংশটির ব্যপক ক্ষতি হয় বলে দাবি ভারতীয় সেনার। কিন্তু পাকিস্তানের তরফে হামলার ঘটনা অস্বীকার করা হয়।
কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, ১০ মে নুর খান ঘাঁটিতে দাঁড়িয়ে ছিল দু’টি ট্রাক। ভারতের হামলার পর ওই দুই ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার আশপাশের ভবনগুলিও।
২২ এপ্রিল পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন মানুষ। ওই ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হামলার প্রমান পাওয়া গিয়েছিল। এরপর ৭ মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সিঁদুর অভিযান শুরু করে ভারত। পাকিস্তানও পালটা হামলার চেষ্টা করলে তা ব্যর্থ করে ভারতীয় সেনা। অভিযানে পাকিস্তানের ছয়টি সামরিক ঘাঁটিতে হামলা করে ভারত। তার মধ্যে একটি এই নুর খান ঘাঁটি।