Operation Sindhu | যুদ্ধবিধ্বস্ত ইরানে আটক পড়ুয়াদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের, প্রথম দফায় ফিরল ১১০ জন

Operation Sindhu | যুদ্ধবিধ্বস্ত ইরানে আটক পড়ুয়াদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু ভারতের, প্রথম দফায় ফিরল ১১০ জন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Battle) জেরে মধ্যপ্রাচ্যে রীতিমতো যুদ্ধের আবহ। এরই মাঝে ইরানে আটকে রয়েছে বহু ভারতীয়। তাঁদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে এবার ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) শুরু করল কেন্দ্র। প্রথম দফায় ইরান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ১১০ জন পড়ুয়াকে (Indian college students)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় পড়ুয়াদের নিয়ে দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে বিশেষ বিমান। ওই ১১০ জন পড়ুয়াদের মধ্যে ৯০ জনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে খবর। দেশে ফিরে আসায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে ওই পড়ুয়াদের পরিবারে। বুধবার সন্ধ্যাতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছিলেন, ইরান থেকে ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে সরকার। গত ১৭ জুন এই মিশনে ইরান এবং আর্মেনিয়ার তত্ত্বাবধানে উত্তর ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে আর্মেনিয়ায় স্থানান্তরিত করা হয়েছিল। এরপর বুধবার একটি বিশেষ বিমানে ইয়েরেভান থেকে রওনা দেন ওই পড়ুয়ারা।

এদিন ইরান থেকে দেশে ফেরার পর এক পড়ুয়া বলেন, ‘অবশেষে পরিবারের সঙ্গে দেখা করতে পেরে আমি যে কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ইরানের পরিস্থিতি খুবই খারাপ। সেখানকার মানুষজন আমাদের মতোই আতঙ্কে রয়েছে।’ আরও এক পড়ুয়ার বাবা ভারত সরকারের এই প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘আমার ছেলে ইরানে এমবিবিএস করছিল। ভারত থেকে পাঠানো বিশেষ বিমানে সে আর্মেনিয়া হয়ে ফিরে এসেছে। আমি খুশি যে আমার ছেলে বাড়ি ফিরেছে। আমি তেহরানের ভারতীয় দূতাবাসকে এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ইরানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছিলেন তাঁরা। এরপরই ভারতীয়দের উদ্ধারে চেষ্টা শুরু করে কেন্দ্র। কিন্তু ইরানের আকাশসীমা বন্ধ থাকায় সেখান থেকে বিমানে করে ভারতীয়দের ফেরানো সম্ভব ছিল না। তবে ভারতের তরফে আর্জি জানানো হলে স্থল সীমান্ত খুলে দিতে রাজি হয় ইরান সরকার। এরপরই ইরানে আটক ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়। বাকিদেরও ধাপে ধাপে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আটকে থাকা ভারতীয়দের যাতে নিরাপদে ইরান থেকে সরানো যায় সেজন্য সেদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত সরকার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *