উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে (J&Ok) জঙ্গি দমন অভিযান অব্যাহত। জঙ্গিদের খোঁজে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনার গুলিতে এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশের খবর পাওয়া গিয়েছে। অভিযান এখনও চলছে।
গতকাল কুলগামের (Kulgam) আখাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। সেইমতো অবিযান শুরু হয়। জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ চলছে। এনিয়ে সেনাবাহিনীর চিনার কর্পস এদিন সকালে এক্স-এ পোস্ট করেছে। ‘অপারেশন আখাল’ (Operation Akhal) অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ রয়েছে সেখানে।
OP AKHAL, Kulgam
Contact established in Common Space Akhal, Kulgam. Joint Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/d2cHZKiC61
— Chinar Corps🍁 – Indian Military (@ChinarcorpsIA) August 1, 2025
চলতি সপ্তাহে ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) অভিযান চালানো হয়। তাতে পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Assault) হামলাকারী ৩ জঙ্গিকে খতম করা হয়েছে। সংসদে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তাদের মধ্যে ২ জঙ্গির ছবি প্রকাশ করা হয়।