উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরে ফের মৃত্যু হল দুই সন্ত্রাসবাদীর। জখম হয়েছেন এক সেনা জওয়ান। দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলার ঘটনা।
গতকাল কুলগামের (Kulgam) আখাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। সেইমতো অপারেশন ‘অখল’ শুরু করেছে সেনাবাহিনী। জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ চলছে। এনিয়ে সেনাবাহিনীর চিনার কর্পস শনিবার সকালে এক্স-এ পোস্ট করেছে। ‘অপারেশন অখল’ (Operation Akhal) অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ রয়েছে সেখানে।
সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী অপারেশানে এ পর্যন্ত পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলার অখল ফরেস্ট এলাকায় রাতভর গুলিবিনিময় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্রের খবর, মৃত জঙ্গিরা সকলেই অধুনা কাশ্মীরের সক্রিয় লস্কর এ তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্টের সদস্য। এই রেজিস্টেন্স ফ্রন্ট পহেলগাঁওতে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন নজরদারি ব্যবস্থা এবং দেশের সবচেয়ে দক্ষ বাহিনীর কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের ডিজিপি সহ ১৫ নম্বর কোরের কমান্ডার নিজে উপস্থিত থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন।