ওদলাবাড়ি: ‘হর শিখর তিরঙ্গা’ মিশনের অন্তর্গত ভারতবর্ষের (India) ২৮ টি রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সফলতার সঙ্গে জয় করলেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (নিমাস)-এর অভিযাত্রীদল। গত ১৮ মে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শিখরে আরোহন করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে এই মিশন সফলভাবে শেষ করেন অভিযাত্রীরা। ভারতীয় সেনাবাহিনীর (Indian Military) তরফে এক প্রেস বিবৃতিতে এই খবর জানান কর্নেল রনবীর সিং জামওয়াল।

জানা গিয়েছে, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্য দিয়ে দেশের ঐতিহ্য, একতা ও সংহতির বার্তা তুলে ধরতে ‘হর শিখর তিরঙ্গা’ অভিযান শুরু করেছিলেন ‘নিমাস’ এর সদস্যরা। চলতি বছর পর্বতশিখর অভিযানের মধ্যে ‘নিমাস’-এর অভিযাত্রী দলটিই একমাত্র ভারতীয় দল যারা অদম্য মানসিক কাঠিন্য, শৃঙ্খলা ও কঠোর প্রস্তুতির মাধ্যমে ১০০ শতাংশ সফলতার সঙ্গে ভারতের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙঘা আরোহন করতে পেরেছেন। তাই সফল অভিযান শেষে কর্নেল রনবীর সিং জামওয়াল বলেন, ‘নিমাসের ‘হর শিখর তিরঙ্গা’ মিশন শুধুই একটি সফল অভিযান নয়। এর মাধ্যমে ভারতের প্রতিটি প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই মহান কাজের জন্য অভিযাত্রী দলের প্রতিটি সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ।’
