ওদলাবাড়ি: নারী পাচার বিরোধী কাজে গত দু’দশক ধরে অসামান্য অবদানের জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত থেকে ‘গভর্নরস অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ সম্মান পেলেন ওদলাবাড়ির (Oodlabari) সমাজসেবী রাজু নেপালি।সোমবার সন্ধ্যায় রাজভবনে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে রাজুর হাতে এই সম্মান তুলে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananada Bose)।
ডুয়ার্স ও তরাইয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু প্রকৃতির এই মনোরম রূপের পেছনে যে লুকিয়ে আছে এক অন্ধকারময় কঠিন বাস্তব তা আর কতজন জানেন। প্রায়শই কোনও না কোনও কারণে বন্ধ হয়ে যায় চা বাগান। সেই বন্ধ, রুগ্ন চা বাগান থেকে কখনও কাজের প্রলোভন দেখিয়ে আবার কখনও ভুল বুঝিয়ে ভিন রাজ্যে পাচার করা হয় মেয়েদের। আর এই কাজ ভালোভাবে করার জন্য ডুয়ার্সের একাধিক জায়গায় সক্রিয় রয়েছে পাচার চক্রও। এই পাচার হয়ে যাওয়া মেয়েদের অনেকেই অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে, আবার কেউ স্বেচ্ছায় সেই জগতকে বেছে নিয়েছে। আবার এমন কিছু মেয়ে রয়েছে যারা নিজের ঘরে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ঠিক এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজু গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডুয়ার্স এক্সপ্রেস মেল।’ এই সংগঠনের কাজই হল সারা দেশে পাচার হয়ে যাওয়া মেয়ে, যুবতী, কিশোরীদের উদ্ধার করে পুনরায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। রাজু একা নন, তাঁকে এক কাজে সাহায্য করে প্রশাসনও। বিগত দু’দশকেরও বেশি সময় ধরে রাজুর উদ্যোগে অনেক কিশোরী, যুবতী ও মহিলা নিজের বাড়ি ফিরেছেন। রাজুর এহেন হার না মানা লড়াইকে সম্মান জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর হাতে তুলে দিলেন ‘গভর্নরস অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ সম্মান (Governor’s Award of Excellence)। রাজ্যপালের কাছ থেকে সম্মান প্রাপ্তির পর মঙ্গলবার সকালে ওদলাবাড়িতে পা রাখেন রাজু। নিজের শহরে ফিরে আসতেই সাংবাদিকেরা ঘিরে ধরেন তাঁকে। জানতে চান কেমন লাগছে এতবড় সম্মান প্রাপ্তির পর? জবাবে শুধু বলেন, ‘এই সম্মান আমার কাঁধে আরও দায়িত্ব চাপিয়ে দিল। আরও বেশি করে নিজের দায়িত্ব পালন করতে হবে।’
গতকালের অনুষ্ঠানে রাজু নেপালির পাশাপাশি ডুয়ার্সের আরেক বিখ্যাত ব্যক্তিত্ব ‘পদ্মশ্রী’ ধনীরাম টোটোকেও সম্মান প্রদান করেন রাজ্যপাল। ডুয়ার্সের দুই ব্যক্তির এহেন সম্মানে যেন গর্বে ভাসছে তামাম উত্তরবঙ্গবাসী।