ONGC-র ব্লক থেকে অবৈধভাবে গ্যাস উত্তোলন, রিলায়েন্স ও বিপির থেকে ২৫০০০ কোটি চাইল কেন্দ্র

ONGC-র ব্লক থেকে অবৈধভাবে গ্যাস উত্তোলন, রিলায়েন্স ও বিপির থেকে ২৫০০০ কোটি চাইল কেন্দ্র

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রায়াত্ব সংস্থা ওএনসিজির ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ও বিক্রির অভিযোগ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ‘বিপি এক্সপ্লোরেশান’-এর বিরুদ্ধে। সেই ঘটনাতেই অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে ডিমান্ড নোটিস জারি করল কেন্দ্রীয় সরকার। যেখানে প্রায় ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এই ঘটনায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী সংস্থাগুলির কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। কৃষ্ণা ও গোদাবরীর সমুদ্র বেসিন এলাকার ONGC-র ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অভিযোগ ওঠে রিলায়েন্স ও তার সহযোগী সংস্থার বিরুদ্ধে। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, মাটির উপরে সীমানা ভাগ সম্ভব হলেও খনিতে সে প্রক্রিয়া কার্যকর হয় না। ওই অঞ্চলে ওএনসিজির নির্ধারিত ব্লক হল KG-D5 ও পার্শ্ববর্তী রিলায়েন্স ও বিপি-এর সত্তাধীন KG-D6 ব্লক। পার্শ্ববর্তী বলক হওয়ার সুযোগ নিয়ে ওএনসিজির ব্লকের প্রাকৃতিক গ্যাস অবৈধভাবে উত্তোলন শুরু করে পার্শ্ববর্তী রিলায়েন্স ও বিপি। এই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করে কেন্দ্র। তবে সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় যায় রিলায়েন্সের পক্ষে। এর পর হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কেন্দ্র।

গত ১৪ ফেব্রুয়ারি সেই মামলায় দিল্লি হাই কোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের পক্ষে রায় দেয়। অবৈধভাবে গ্যাস উত্তোলনে দোষী সাব্যস্ত রিলায়েন্সের কাছ থেকে ক্ষতিপূরণ ও সুদ বাবদ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা কেন্দ্র আদায় করতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশের ভিত্তিতেই এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও তার সহযোগী সংস্থাগুলির কাছে ২৫ হাজার কোটি টাকার ডিমান্ড নোটিস পাঠাল কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *