On-line Fraud | সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের ফাঁদ! ষোলো লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের শিক্ষক

On-line Fraud | সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের ফাঁদ! ষোলো লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের শিক্ষক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ : অনলাইন বিনিয়োগের (On-line Fraud) প্রলোভনে পড়ে প্রায় ষোলো লক্ষ টাকা খোয়ালেন জাকির সরকার নামের এক শিক্ষক। গত ২৪ জুলাই ফেসবুকে একটি ‘স্টক মার্কেট লার্নিং’ সংক্রান্ত বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর। বিজ্ঞাপনটি ক্লিক করার পর তার সঙ্গে যোগাযোগ করে রাজীব নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি তাঁকে বিনিয়োগের আশ্বাস দিয়ে নিজের সহকারী তন্বী দেশপান্ডের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। হোয়াটসঅ্যাপে কথোপকথনের পর তন্বী তাকে ‘প্রেমজি ইনভেস্টমেন্ট ইক্যুইটি ফান্ড’-এ বিনিয়োগের প্রস্তাব দেন এবং একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে বলেন।
প্রতারকদের কথায় আস্থা রেখে জাকির সরকার মোবাইল অ্যাপটি ডাউনলোড করেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা দিয়ে দেন। পরবর্তীতে তাঁর অ্যাকাউন্টে প্রায় তেইশ লাখ টাকা ব্যালেন্স দেখানো হয়। তখন তাকে জানানো হয়, তিনি একটি আইপিও পেয়েছেন যার মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা। তবে সেই টাকা পেতে আরও টাকা জমা করতে হবে। এরপর তাঁর সন্দেহ হওয়ায় তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম(On-line Fraud) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ‘আমরা সর্বদা সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতা সভা, জেলার ও রাজ্যের পুলিশের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে নিয়মিত সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি প্রতারিত হলে কি করণীয় সে বিষয়েও দিকনির্দেশ দেওয়া হচ্ছে।’ যদিও প্রতারিত শিক্ষক জাকির সরকার এনিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চান নি।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *