উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষাকে নিয়ে যখন রাস্তায় নেমেছে কংগ্রেস সহ সব বিরোধী রাজনৈতিক দল, তখন বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কর্নাটকের (Karnatak) মন্ত্রী কে এন রাজন্না (Okay N Rajanna)। এদিন তারই জেরে ইস্তফা দিতে হয় রাজন্নাকে।
রাজন্না মন্তব্য করেন, ‘কর্নাটকে ভোটার তালিকায় চুড়ান্ত অনিয়ম হয়েছে। ভোটার তালিকা নির্মাণের প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে। সময় মতো তা সংশোধনের উপায় থাকলেও দলের অনিচ্ছার কারণে, তা সংশোধন করা সম্ভব হয় নি। চোখের সামনে ভোটার তালিকায় অনিয়ম দেখেও চুপ থাকতে হয়েছে। এর জন্য আমাদের লজ্জা পাওয়া উচিৎ।’
স্বাভাবিক ভাবেই যখন কংগ্রেস নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে ‘জুড়ে ভোট চুরি’ সংক্রান্ত প্রচার সপ্তমে তুলেছেন, তখন রাজন্নার এই মন্তব্য কংগ্রেসের ভূমিকাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যা নিয়ে যারপরনাই ক্ষিপ্ত রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা। প্রথমে এদিন ইস্তফা দিতে না চাইলেও পরে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগপত্র পাঠান। ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য ।