উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিল বানাতে গিয়ে এবার চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ল এক নাবালক। আর সেই ঘটনার ভিডিও করল তারই দুই সঙ্গী। ওডিশার (Odisha) বৌধ জেলার ধুলাপালির কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ৩ নাবালক মিলে ট্রেনের নিচে শুয়ে রিল বানানোর পরিকল্পনা করে। সেইমতো পূর্ণাপানি স্টেশনের কাছে রেল লাইনের ঠিক দুটি স্লিপারের মাঝখানে শুয়ে পড়ে এক নাবালক। তার অন্য দুই সঙ্গে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। ওই নাবালকের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার সময় তারা ভিডিও করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে ট্রেন চলে যাওয়ার পর অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে ওই নাবালক। বাকিরা রীতিমতো উল্লসিত। তাদেরকে উল্লাস প্রকাশ করতেও শোনা যাচ্ছে।
ঘটনার কথা সমাজমাধ্যমে জানাজানি হতেই উদ্বেগ ছড়িয়েছে। সক্রিয় হয়েছে পুলিশও। জানা গেছে ৩ নাবালককে হেপাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ধরনের আচরণের কারণে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকছে, এছাড়া এটা সরাসরি নিরাপত্তা বিধিভঙ্গও বটে। অভিভাবকদের নাবালক সন্তানদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। যেই ছেলেটি রেল লাইনের উপর শুয়ে পড়েছিল সে জানিয়েছে, যখন তার উপর দিয়ে ট্রেন যাচ্ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বেঁচে যাবে এমনটা ভাবেনি। যদিও সে জানিয়েছে রিল টা ভাইরাল হবে ভেবেই তারা এটা করে।