উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গায়ে আগুন লাগা অবস্থাতেই রাস্তায় সাহায্যের আশায় দৌড়ে বেড়াচ্ছে এক নাবালিকা। এমন হাড়হিম করা দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটে পুরীতে। অভিযোগ, ১৫ বছরের ওই নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৩ জন দুষ্কৃতী। জখম সেই নাবালিকা অগ্নিদগ্ধ অবস্থাতেই সাহায্যের আশায় ছুটে যায় স্থানীয় এক বাড়ির দিকে। সেই বাড়ির মালিক ওই নাবালিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সেই বাড়ির মালিকের নাম দুখিশ্যাম সেনাপতি।
এদিন ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে দুখিশ্যাম বলেন, ‘মেয়েটি আমার বাড়ির দিকে আগুনে জ্বলতে জ্বলতে দৌড়ে আসে। আমার স্ত্রী, মেয়ে এবং আমি মিলে আগুন নিভিয়ে ওকে জামাকাপড় দিই। তারপর মেয়েটিই জানায় যে, ও পাশের গ্রামে থাকে।’ পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার বন্ধুর বাড়িতে যাচ্ছিল ওই নাবালিকা। সেই সময় ৩ জন দুষ্কৃতী বাইকে করে এসে জোর করে তাকে তুলে নিয়ে যায়। তারপর নদীর ধারে নিয়ে গিয়ে ওই দুষ্কৃতীরা নাবালিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গায়ে আগুন লাগা অবস্থাতেই ওই নাবালিকা ঘটনাস্থল থেকে কোনওক্রমে পালিয়ে যায়। তড়িঘড়ি দুষ্কৃতীরাও চম্পট দেয় এলাকা ছেড়ে।
এরপর জখম অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। এরপর তাকে স্থানান্তরিত করা হয় এইমস ভুবনেশ্বরে। রবিবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ারলিফট করে পাঠানো হয় এইমস দিল্লিতে। জানা গিয়েছে, ঘটনার দরুন ওই নাবালিকার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।
এই প্রসঙ্গে ভুবনেশ্বর এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অশ্বত্থোষ বিশ্বাস বলেন, ‘রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল রক্তচাপ অনেকটাই কম ছিল কিন্তু আজ তা কিছুটা উন্নতি হয়েছে। তাই দিল্লিতে স্থানান্তর করা নিরাপদ। বর্তমানে মেয়েটি কথা বলতে পারছে। পুলিশ তার বয়ান রেকর্ড করেছে।ঘটনায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা।’
জানা গিয়েছে, রবিবার নির্যাতিতাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সময় ১২ মিনিটের মধ্যে প্রায় ১১ কিলোমিটার রাস্তা ফাঁকা করে গ্রীণ করিডর তৈরি করা হয়েছিল। ভুবনেশ্বরের এইমস থেকে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার রাস্তায় বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দোষীদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।