উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিটের মৃত্যু হল কুকুরের কামড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে ওডিশার বোলাঙ্গির জেলায়। মৃত অ্যাথলিটের নাম যোগেন্দ্র ছত্রিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যোগেন্দ্র ছাড়াও আর এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এই কুকুরের কামড়ে।
জানা গিয়েছে, গত ২৩ জুলাই যোগেন্দ্র এবং আর বেশ কয়েকজন পড়ুয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই ওই কুকুরটি যোগেন্দ্র সহ মোট ৬ জনকে কামড়ায়। তড়িঘড়ি তাঁদের ভর্তি করানো হয় বোলাঙ্গির জেলা হাসপাতালে। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁদের স্থানান্তরিত করা হয় বুরলাতে। চিকিৎসায় ৪ জন সুস্থ হয়ে উঠলেও যোগেন্দ্র এবং হৃষীকেশ রানা নামে এক ব্যক্তির চিকিৎসা চলছিল। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই দু’জনের।
গত মাসেই কুকুরের কামড়ে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশে রাজ্যস্তরের এক কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিটের। প্রসঙ্গত, গত মাসে দেশ জুড়ে কুকুরের কামড়ের ঘটনার একটি পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে, ২০২৪ সালে সারা দেশ জুড়ে ৩৭ লক্ষ কুকুরে কামড়ানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশ জুড়ে এভাবে কুকুর কামড়ানোর ঘটনা বেড়ে চলায় স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন সাধারণ নাগরিকেরা।