উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সরকারি মেডিকেল কলেজের ভেতরে রমরমিয়ে চলছে কোচিং সেন্টার! যদিও আপাতদৃষ্টিতে দেখে মনে হবে ক্লাস চলছে। খোঁজ নিতেই সামনে এল আসল সত্যি। প্রশ্ন উঠছে কার অনুমতিতে এই কোচিং ক্লাস চলছে? তার জবাব মেলে দুষ্কর।
ঘটনাটি এ রাজ্যের। এনআরএস মেডিকেল কলেজের (NRS Medical Faculty) অডিটোরিয়ামে রমরমিয়ে চলছে কোচিং ক্লাস থুড়ি কোচিং ব্যবসা। এই ক্লাস করার জন্য পড়ুয়ারা মাথাপিছু ফি বাবদ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে থাকেন। সবচেয়ে অবাক করার মতো বিষয়, এই কোচিং ক্লাসগুলি (Non-public teaching) চালাচ্ছে বেসরকারি সংস্থা। একটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে বেসরকারি সংস্থা পড়ানোর সুযোগ পায় কী করে? কার অনুমতিতে দিনের পর দিন এমনটা চলছে? সত্যি কি বিষয়টি জানেন না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? নাকি জেনেও চুপ রয়েছেন? যদিও এরআগে আরজি কর হাসপাতালেও (RG Kar Medical Faculty) এমন কোচিং সেন্টারের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার এনআরএস।
ঘটনা প্রসঙ্গে এনআরএস কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে স্বাস্থ্য অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা জানান, ‘এনআরএস-এর অধ্যক্ষর কাছে বিষয়টি জানতে চেয়েছি। অধ্যক্ষের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করব।’
অন্যদিকে কোচিং সেন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, ‘আমরা থার্ড ইয়ার নিট-পিজির জন্য অনুশীলন করাচ্ছি। সেটা আগের বছর আরজি করে হচ্ছিল। এবার এনআরএসে হচ্ছে। কোনও সময় বাইরেও হয়। স্টুডেন্টস কাউন্সিলিংয়ের সঙ্গে কথা বলা হয়েছে। ওরাই বিষয়টা দেখছে।’