বিক্রম রায়, কোচবিহার: একের পর এক বাসিন্দা পাচ্ছেন NRC নোটিস। তারই মাঝে কোচবিহার থেকে গ্রেপ্তার বাংলাদেশি। বাড়ি ভাড়া নিতে গিয়ে নথিপত্র দেখাতে না পারায় তাকে সন্দেহ হয় বাড়িমালিকের। যোগাযোগ করে তাকে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক শংকর বর্মন। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েতের বণিক পাড়া এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে বৈধ ভিসা নিয়ে ভারতে আসে শংকর। সে বছর আগস্ট মাসে বাংলাদেশে চলে যায়। ফের ১৫-২০ দিন আগে মেঘালয়ের স্যালিক সীমান্ত দিয়ে ভারতে ঢোকে শংকর বর্মন। সেই সময় তার কাছে ভিসা ছিল না। পেট চালানোর জন্য বিভিন্ন জায়গায় কাজও করে। শুক্রবার ঘোকসাডাঙায় একটি বাড়ি ভাড়া নিতে যায়। সেই সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশ ওই এলাকায় পৌঁছয়। কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে পাকড়াও করে। কী কারণে ভারতে এসেছিল সে, কোনও অসাধু কাজকর্মের চক্রান্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]