উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্বপ্নের ফর্ম অব্যাহত রেখে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তিনি স্ট্রেট সেটে(৬-৪, ৭-৫, ৭-৬) হারালেন তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস অলোকরাজের বিরুদ্ধে।
এই বয়েসেও সিনারের বিরুদ্ধে জোকোভিচ যে লড়াইটা করেছেন তা যথেষ্টই উপভোগ করেছেন দর্শকেরা। তবে শেষের দিকে তাঁর পা যে তাঁকে ভোগাচ্ছে সেটি বোঝা যাচ্ছিল। তৃতীয় সেটের আগে তাঁকে মেডিকেল টাইম আউটও নিতে হয়। কিন্তু তারপরেও বেশ উচ্চমানের খেলার নিদর্শন দেখিয়েছেন ২৪ টি গ্র্যান্ড স্লামের মালিক এই সার্বিয়ান টেনিস মায়েস্ত্রো।
এদিকে নোভাকের বিরুদ্ধে খেলতে নামাটাই যে তাঁর কাছে গর্বের ব্যাপার,সে কথাটি জানাতেও ভোলেননি সিনার। তাঁর কথায়, ‘জোকোভিচ দেখিয়ে দিল যে, আমাদের মতো সব তরুণ খেলোয়াড়ের কাছে ও কেন একজন আদর্শ। এই বয়সে ও যা খেলছে তাকে অসাধারণ বললেও কম বলা হয়।’