উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত (Northeast India)। এই বৃষ্টির কারণে ভূমিধস (Landslides), হড়পা বানের (Flash Floods) জেরে গত দু’দিনে উত্তর-পূর্ব ভারতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিধস, হড়পা বানের কারণে।
জানা গিয়েছে, কেবল শনিবারই উত্তর-পূর্ব ভারতে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মেঘ-ভাঙা বৃষ্টির জেরে অসমের (Assam) ১২টি জেলায় কমপক্ষে ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের ৬টি জেলায় টানা বৃষ্টিপাতের পর গত ২৪ ঘণ্টায় ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যদিকে, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) শনিবার মেঘ-ভাঙা বৃষ্টিতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পূর্ব কামেং জেলায় ভূমিধসের কারণে দু’টি পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁরা গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় বৃষ্টিতে রাস্তা ধসে যায়। পাশে গভীর খাদে গিয়ে পড়ে গাড়িটি পড়লে তা জলের তোড়ে ভেসে যায়। অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এছাড়াও অরুণাচলের জিরোতে ক্যাবেজ গার্ডেন এলাকা এবং নিকটবর্তী পাইন গ্রোভে ভূমিধসের কারণে শনিবার আরও দু’জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অসমের কিছু অংশের জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্বের বাকি অংশে জারি হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। এদিকে, টানা বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র সহ উত্তর-পূর্বের অনেক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। শনিবার গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের গত ৬৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভেঙে দিয়েছে।