North Sikkim | মেঘভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে! জল বাড়ছে তিস্তায়, প্লাবিত একাধিক এলাকা

North Sikkim | মেঘভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে! জল বাড়ছে তিস্তায়, প্লাবিত একাধিক এলাকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টি-ধসে বিধ্বস্ত উত্তর সিকিমে (North Sikkim) নতুন বিপদ ডেকে আনল মেঘভাঙা বৃষ্টি (Cloudburst)। শনিবার রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তর সিকিমের মংগন জেলা। বৃষ্টিতে ফিদাং গ্রামের পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। সেই সঙ্গে নতুন করে জল বাড়তে শুরু করেছে তিস্তায় (Teesta River)। পরিস্থিতি যা, তাতে আজ যদি নতুন করে অতি ভারী বৃষ্টি হয়, তবে সিংতাম (Singtam) শহরও জলমগ্ন হতে পারে।

শুক্রবার রাতের প্রবল বর্ষণে একাধিক রাস্তায় ধস নেমেছিল (Landslide)। শনিবার রাতের বৃষ্টিতে পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। একাধিক জায়গা বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন। দু’দিন ধরে নেই মোবাইল ফোনের নেটওয়ার্কও। ফলে লাচেন এবং লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আত্মীয়-পরিজনরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। লাচেনের ১১৫ এবং লাচুংয়ের ১৩৫০ জন আটকে থাকা পর্যটককে কীভাবে উদ্ধার করা হবে, সে ব্যাপারে রবিবার সকালেও আশার আলো দেখাতে পারেনি মংগন জেলা প্রশাসন। রাস্তা মেরামত না হলে যে উদ্ধার অসম্ভব, তা মনে করিয়ে দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। কিন্তু রাস্তা মেরামতির কাজ শুরু জন্য বৃষ্টি থামা প্রয়োজন। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? সবমিলিয়ে বিপর্যস্ত সিকিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *