সরকারি কর্মীদের ছুটি বাতিল। অপরদিকে বিমান বাতিল হচ্ছে একের পর এক। যার প্রভাব পড়ছে সরাসরি পর্যটন ব্যবসায়। ভারত ও পাকিস্তান একে অপরের আকাশসীমা পেরিয়ে আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে বড় ক্ষতির আশঙ্কায় ডুয়ার্সের কয়েক হাজার পর্যটন ব্যবসায়ী। খোঁজ নিলেন শুভদীপ শর্মা।
দিন বদল-
নতুন বছরের পর, গ্রীষ্মের ছুটি। এক মাস ধরে বন্ধ রাজ্যের বিভিন্ন স্কুল। প্রতিবছর এই সময়টায় উত্তরবঙ্গের আনাচে-কানাচে উপচে পড়ে পর্যটকের ভিড়। গত বছরও এই চিত্রই ছিল ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রে। চলতি বছর দিনকয়েক আগে পর্যন্ত বুকিং বাড়ছিল। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের কাছে হোটেল-রিসর্টের খোঁজ নেওয়ার জন্য ফোন আসছিল দিনে বেশ কয়েকটা। তবে মঙ্গলবার রাত থেকে ভারত-পাক সম্পর্কের উত্তেজনা ও তার জেরে সরকারি ছুটি বাতিল হওয়ায় পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। বুকিং বাতিল হচ্ছে।
পর্যটন ব্যবসায়ীদের কথা-
গত সপ্তাহখানেক ধরে ডুয়ার্সে বেড়াতে আসার জন্য পর্যটকদের লাগাতার ফোন আসছিল একের পর এক। তবে ভারত-পাক উত্তেজনা দেখা দেওয়ায় ফোন আসা যেমন বন্ধ হয়েছে, তেমনই কিছু বুকিংও বাতিল হয়েছে। কলকাতার একটি পর্যটক দলের এদিন অগ্রিম টাকা পাঠানোর কথা ছিল। টাকা পাঠানো তো দূরের কথা তাঁদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা ফোন পর্যন্ত ধরেননি। দিব্যেন্দু দেব, সম্পাদক, লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইতিমধ্যেই প্রায় ১০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। যা পরিস্থিতি তাতে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার। সম্রাট সান্যাল, সাধারণ সম্পাদক, ইস্টার্ন হিমালয়া ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশন
পর্যটকদের কথা
আমার মেয়ে সায়নী অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়ের স্কুলের ছুটি থাকায় ভেবেছিলাম নিজেও ছুটি নিয়ে আগামী ১০ মে চারদিনের জন্য ডুয়ার্স সফরে আসব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছুটি বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আর ঘুরতে আসব কি না, তাও ঠিক নেই। সন্দীপন পাল, কলকাতা
আমি এবং আমার এক বন্ধু ও তার পরিবারের দার্জিলিং ঘুরতে আসার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে পুরো পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছি। আগামীতে পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেব।
ঋতব্রত সরকার, কলকাতা
The put up North Bengal Tourism | উত্তরের পর্যটনে কালো মেঘ, যুদ্ধ নিয়েই যত আলোচনা appeared first on Uttarbanga Sambad.