শিলিগুড়ি : ফের অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। করিডরে পড়ে থাকা রোগীর দেহ খুবলে খেল কুকুর। বৃহস্পতিবার সকালে মেডিকেলের অনকোলজি বিভাগের সামনের করিডরে এই দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হতেই তড়িঘড়ি দেহ ওখান থেকে সরিয়ে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। যদিও এই ঘটনার প্রতিক্রিয়া জানতে একাধিক কর্তাকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বুধবার রাতে করিডরে এসে শুয়েছিলেন। সম্ভবত অসুস্থতার কারণে রাতে তাঁর মৃত্যু হয়। সকাল ন’টা নাগাদ তাঁর পায়ের একটি অংশ খুবলে খেতে দেখা যায় কুকুরকে। শিউরে ওঠার মতো ঘটনাটি নজরে পড়তেই শোরগোল পড়ে যায় মেডিকেল চত্বরে। এরপর তড়িঘড়ি এলাকা থেকে দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।
তবে উত্তরবঙ্গ মেডিকেলে কলেজ ও হাসপাতালে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও মেডিকেল থেকে এক রোগীর কাঁটা হাত মুখে করে তুলে নিয়ে গিয়েছিল কুকুর। বিভিন্ন সময় আশপাশের এলাকা থেকেও মানুষের দেহাংশ মুখে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় কুকুরকে। মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত হলেও এখনও কার্যকরী কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।